আজ ১১ই আগষ্ট ২০২১,বুধবার, বাংলার
২৫শে শ্রাবণ ১৪২৮ সন
মেষঃ এই রাশির জাতক জাতিকাদের আজ নতুন নতুন জিনিস জানার ও শেখার প্রতি আগ্রহ বাড়বে। নতুন কোন জিনিস শিখতে পারেন। যারা অনলাইন কোন ব্যবসা করেন, অনলাইন কোন কাজ করেন তাদের জন্যে দিনটি বেশ ভাল থাকবে।
স্মার্ট ওয়ার্ক এর মাধ্যমে লাভবান হবেন আপনি। যারা কোন প্রকার চাকরি খুঁজছিলেন তারা এই সংক্রান্ত কোন খোঁজ পেতে পারেন। বস বা আধিকারিক দের সাথে কাজ সংক্রান্ত কোন কথা বলতে চাইলে বলতে পারেন।
বৃষঃ রাশির জাতক জাতিকাদের আজ মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়াস করতে হবে আপনাকে। পার্টনারশিপ এর ব্যবসায় আজ লাভবান হবেন এবং উন্নতি সম্ভব হবে। কাজের যায়গায় আজ অতিরিক্ত কাজের চাপ থাকার সম্ভাবনা রয়েছে। অন্য জনের কাজও আপনাকে করতে হতে পারে। কাজের যায়গায় কিছু পরিবর্তন করতে চাইলে বা কাজ পরিবর্তন করতে চাইলে তার জন্যে দিনটি আজ বেশ ভাল থাকবে।
মিথুনঃ রাশির জাতক জাতিকাদের আজ ছোট অথবা বড় আবার ভাই অথবা বোনের সাথে সম্পর্ক মজবুত করতে হবে আপনাকে। কাউকে সাহায্য করতে হতে পারে আপনাকে। অনলাইন ব্যবসায় লাভ হবে। আজ নতুন কিছু শিখতে পারেন। এমন হলে তা প্রয়োগ করার চেষ্টা করুন। কাজের যায়গায় প্রমোশন, ট্র্যান্সফার ইত্যাদির জন্যে বস বা আধিকারিক এর সাথে কথা বলতে পারেন। লাভ পার্টনার ও লাইফ পার্টনারের সাথে সম্পর্ক বেশ ভাল থাকবে।
কর্কটঃ রাশির জাতক জাতিকারা আজ নৈতিক মূল্য বোঝার চেষ্টা করুন। কর্তব্য ও দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। ওয়েব ডেভলাপার, এপ্লিকেশন ডেভলাপার, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং, সফ্টওয়ার, আইটি সেক্টর এ যারা কাজ করেন বা এই ধরনের ব্যবসা করেন তাদের জন্যে দিনটি বেশ ভাল থাকবে আজ। প্রফেশনাল ক্ষেত্রে দিনটিতে মিশ্র ফল পাবেন। ব্যবসায় গ্রাহক দের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা আপনাকে করতে হবে। কাজের যায়গায় নতুন কিছু করার চেষ্টা করুন। শেয়ার বাজার ও জায়গা জমি তে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন।
সিংহঃ এই শ্রেণীর জাতক জাতিকাদের আজ বুদ্ধির বিকাশ সম্ভব হবে। মনে রাখার ক্ষমতায় বৃদ্ধি হবে। টেক্সটইল এর কাজ যারা করেন, খাদ্য, পানীয়, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা কাজ করছেন তাদের জন্যেও দিনটি বেশ ভাল থাকবে আজ। ব্যবসা প্রসারের জন্যে অনুকূল সময়। কাজের যায়গায় আজ কেউ আপনার কাজের প্রশংসা করতে পারেন। লিডারশিপ এর ক্ষমতায় বৃদ্ধি হবে। সামাজিক ক্ষেত্রে ভাল ফল পাবেন। খরচ করা নিয়ে সচেতন থাকুন। লাভ পার্টনার ও লাইফ পার্টনারের সাথে ভাল ব্যবহার করার চেষ্টা করুন।
কন্যাঃ রাশির জাতক জাতিকারা আজ পরিচিতি সার্কেল বাড়ানোর দিকে বিশেষ নজর দিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন পরিচিতি হবে। শুকনো খাবার, শাকসবজি, ফল, ডেয়ারি প্রোডাক্ট, কৃষিকাজ ইত্যাদি ব্যবসা বা কাজের সাথে যারা যুক্ত তারা সচেতন থাকুন। কাজের যায়গায় দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। পরিবারে কারোর সাথে কোন প্রকার বাদ বিবাদে যেতে যাবেন না। দাম্পত্য জীবনে জীবন সাথী বা লাভ লাইফে লাভ পার্টনারের সাথে কোন প্রকার ভুল বোঝাবুঝি সম্ভব হতে পারে আজ তাই বিশেষ ভাবে সচেতন থাকুন।
তুলাঃ রাশির জাতক জাতিকারা যে কাজে লাভ বেশি আজ সেই কাজ সবার আগে করার চেষ্টা করুন। এর জন্যে দিনের শুরুতে সমস্ত দিনের সঠিক প্ল্যান করা জরুরি। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সফটওয়্যার, টেকনোলজি, মেশিনের ব্যবসায় খুব লাভ হতে পারে।
ব্যবসায় আজ নতুন কাজের অফার ও নতুন গ্রাহক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোন প্রজেক্টে আপনি যুক্ত হওয়ার সুযোগ পাবেন। যা আপনার জন্যে অনেক খুশির হবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন।
বৃশ্চিকঃ আজ মা, বাবা, বা অন্যান্য গুরুজনদের পরামর্শ ও আশীর্বাদ নিয়ে কাজ করে আজ পূণ্য অর্জনের সাথে সাথে লাভবানও হতে পারবেন। ব্যবসার প্রোডাক্টের মার্কেট ভ্যালু বাড়ার কারণে আপনার ব্যবসাতেও লাভ বেশি হতে পারে। জুয়েলারী, বা পোশাকের ব্যবসায় নতুন ইমেজ তৈরি করতে সক্ষম হবেন। তবে এই সব কাজে কিছু পরিবর্তন করা জরুরি। কর্মক্ষেত্রে পজিটিভ ভাবনা রাখা অত্যন্ত জরুরি। এছাড়া নিজের কাজের সমীক্ষা করা ও ভুল শুধরে কাজে উন্নতি করা আজ আপনার জন্যে লাভদায়ক হবে। পরিবারে চলতে থাকা সমস্যা খুব সহজে না হলেও বিশেষ প্রয়াসের দ্বারা শেষ করতে পারবেন।
ধনুঃ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতা, দান ধ্যান, পূজা পাঠের প্রতি আগ্রহ বাড়বে। ইন্ডাস্ট্রিয়াল, ম্যানুফ্যাকচারিং, পাওয়ার সেক্টরের কাজ, কনস্ট্রাকশন, বিল্ডিং মেটিরিয়াল, ট্রান্সপোর্টেশন ইত্যাদির ব্যবসায় নতুন ও দক্ষ কর্মীর নিয়োগ জরুরি। প্রপার ম্যানেজমেন্ট করে ভাল টিম তৈরি করে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পাবেন। লাভ পার্টনার বা লাইফ পার্টনারের সাথে ডিনারে যাওয়ার বা ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
মকরঃ আজ যাত্রা করার সুযোগ পেতে পারেন। তবে ফিজিক্যাল ট্র্যাভেল সম্ভব না হলেও আজ ভার্চুয়াল ট্র্যাভেল করা যেতে পারে। যে কোন প্রকার যাত্রার থেকে আজ মানসিক শান্তির সাথে অনেক কিছু শিখতে পারবেন। ব্যাংকিং, ফাইন্যান্স, সার্ভিস প্রোভাইডার, শেয়ার মার্কেট, বা প্রপার্টি সংক্রান্ত ব্যবসায় ভাল ম্যানেজমেন্টের গুণে বেশি লাভ পেতে পারেন। আজ শেয়ার মার্কেট বা জায়গা জমির ক্ষেত্রে ভাল ডিল পেতে পারেন। বিনিয়োগের মাধ্যমে আজ দুইবার আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সজাগ থাকুন।
কুম্ভঃ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে জীবনসঙ্গী, প্রেম জীবনে প্রেমিক প্রেমিকা বা বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করার আজ প্রয়াস করতে হবে। প্রিয়জনদের সাথে মতভেদ বা মনোমালিন্য দূর করে সম্পর্ক মধুর বানানোর চেষ্টা করুন।কম্পিউটার, সফটওয়্যার, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডিজাইনিং, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এর কাজে আজ উন্নতি হবে এবং গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বসের থেকে নিজের কাজের প্রশংসা পাবেন।