নিজস্ব সংবাদদাতা: বহুদিনের অভ্যাস যায় কি করে? এক সময় তৃনমূলের হয়ে পশ্চিম মেদিনীপুর দাপিয়ে বেড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে সেই সময় তাঁর অনুগামীর সংখ্যা ছিল যথেষ্ট। পরে বিজেপিতে যোগ দিয়ে বর্তমানে তিনি বিধানসভায় বিরোধী দলের নেতা। চলতি মুখ্যমন্ত্রীকে হারিয়ে বিজেপিতে তার দরও যথেষ্ট। কিন্তু পুরানো অভ্যেসে সেই শুভেন্দু অধিকারীর নামেই জিন্দাবাদ ধ্বনি দিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার দলীয় নেতৃত্বকে বেজায় বিপাকে ফেলে দিলেন এক তৃনমূল কর্মী। দলের সঙ্গে যাঁর আদায় কাঁচকলায় সম্পর্ক সেই শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি শুনে অস্বস্তিতে তৃণমূল কর্মীরাও।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের লক্ষ্মীপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ইঁদা এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিতে যান তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল।সেখান থেকে তিনি গিয়েছিলেন পাশের এলাকা চন্দ্রকোনা ১ নং ব্লকে। ওই ব্লকের লক্ষ্মীপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ইঁদা এলাকায় তৃণমূল কংগ্রেসের সদ্য উদ্বোধন হওয়া বুথ কার্য্যালয়ে এদিন দলীয় পতাকা উত্তোলন করতে আমন্ত্রণ জানানো হয় সুজাতা মন্ডলকে। ইঁদা বুথ কার্য্যালয়ে সুজাতা মন্ডল দলীয় পতাকা উত্তোলনের সময় স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা।আর সেইসময় ঘটে বিপত্তি,মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের ঠিক পরই স্লোগানে শোনা যায় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।আর তা শোনার পরই ক্ষনিক হকচকিয়ে পড়ে খোদ তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল।
পরক্ষণেই যদিও তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং নিজেই স্লোগান দিতে শুরু করেন।যদিও ততক্ষণে ক্যামেরা বন্দী হয়ে পড়ে তৃণমূলের দলীয় কার্য্যালয়ে পতাকা উত্তোলনের সময় তৃণমূল কর্মীর মুখে উচ্চারিত ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’ এই স্লোগান,আর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।এই গোটা ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় তৃনমুল নেতৃত্বরা।যদিও এই ঘটনা সম্পর্কে কেউই মুখ খুলতে চাইনি।
এদিকে নিজের হাত দিয়ে দলীয় পতাকা উত্তোলনের মুহূর্তটি সুজাতা মন্ডলের ফেসবুক পেজে লাইভ চলছিল তাতেও পুরো ঘটনাটি ধরা পড়ে,এই ভিডিও ভাইরাল হওয়ার পরই অবশ্য তার ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছেন বিতর্কিত এই ঘটনাটি। বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত কিন্তু ততক্ষণে ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়ে রীতিমতো হাসির খোরাক হয়ে ওঠে সাধারণ মানুষের মধ্যে।